ইসলামে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই: রাষ্ট্রপতি
প্রকাশিত : ১৯:৪৫, ৫ মে ২০১৮ | আপডেট: ০০:০১, ৬ মে ২০১৮
ইসলামে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি বলেন, এই সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশ সৌদি সরকারের সঙ্গে এক হয়ে কাজ করবে। শনিবার বিকেলে বঙ্গভবনে সৌদি আরবের (কেএসএ) পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবের সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এসব কথা জানান।
রাষ্ট্রপতি এসময় আরও বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদ ও উগ্র-জঙ্গীবাদের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স প্রদর্শন করে আসছে। আমরা সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রপতি রিয়াদে ইসলামিক মিলিটারী কাউন্টার টেরোরিজম কোয়ালিশন (আইএমসিটিসি) গঠণে সৌদি বাদশাহ’র প্রচেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা করেন। সেখানে বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ওই জোটে অংশ নেয়।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত চমৎকার উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে। বাংলাদেশের শ্রমিকদের জন্য সকল ক্যাটাগরিতে শ্রমবাজার খুলে দেওয়ার জন্য তিনি সৌদি সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি দু’টি ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে তাদের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের মেয়াদকালে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে আগামী দিনগুলোতে সৌদি সরকারের সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।
আদেল বিন আহমেদ রোহিঙ্গা ইস্যুতে সহয়োচিত পদক্ষের গ্রহণের জন্যও বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। এ সংকটের শান্তিপূর্ণ সমাধানে তার দেশ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কেএসএ-এর রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মামুন, রাষ্ট্রদূত খালেদ আলংগিরী, কেএসএ উপমন্ত্রী আব্দুল রহমান আলরাসী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস
আর/টিকে
আরও পড়ুন