ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

‘ডি-লিট’ডিগ্রি পাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ৫ মে ২০১৮

আগামী ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কবির জন্মদিনে তার স্মৃতিধন্য পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোল শহরে ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে’ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তন উৎসবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে ‘সম্মান সূচক ডি-লিট’ উপাধি।

ওই দিন আরো দুই ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে এ সম্মান। তারা হলেন বলিউড তারকা শর্মিলা ঠাকুর ও ভারতের ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের বিশিষ্ট বিজ্ঞানী এস এম ইউসুফ।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী শনিবার একটি গণমাধ্যমকে জানান, ২৬ মে বেলা সাড়ে ১১টায় শুরু হবে সমাবর্তন উৎসব। অনুষ্ঠানের প্রথম পর্বের বিশেষ সমাবর্তনে শেখ হাসিনাসহ তিন গুণীর হাতে তুলে দেওয়া হবে সম্মান সূচক ডি-লিট উপাধি। এরপর মূল সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ২০ জন কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হবে। একই সঙ্গে ৪৫০ জনশিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে ডিগ্রি সনদ।

আসানসোলের চুরুলিয়া গ্রামে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম। ১৯ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির আমলে নজরুল জন্মশতবর্ষ উৎসবে চুরুলিয়া গ্রামে এসেছিলেন শেখ হাসিনা।

আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিনিকেতনে যাচ্ছেন ‘বাংলাদেশ ভবন উদ্বোধন’র জন্য। এ ভবন নির্মাণের জন্য বিশ্বভারতী দুই বিঘা জমি দিয়েছে। বাংলাদেশ সরকার এই ভবন নির্মাণের জন্য ২৫ কোটি রুপি দিয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণের প্রস্তাব গৃহীত হয়। সেখানে থাকবে মুক্তিযুদ্ধসংক্রান্ত নানা ঐতিহাসিক তথ্য, গ্রন্থাগার, মিলনায়তন।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি