ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

৬-দফা বর্তমান রাজনৈতিক অঙ্গনের তরুণ প্রজন্মের বলিষ্ঠ নেতৃত্বের পথ

প্রকাশিত : ১০:২০, ৯ জুন ২০১৬ | আপডেট: ১০:২০, ৯ জুন ২০১৬

১৯৬৬ সালে ঘোষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬-দফা বর্তমান রাজনৈতিক অঙ্গনের তরুণ প্রজন্মের বলিষ্ঠ নেতৃত্বের পথ তৈরীতে গুরুত্বপূর্ন  ভূমিকা রাখছে। অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূরীকরনেও তা অনুরকনীয় বলে মনে করেন দেশের তরুন নেতৃত্ব। ইতিহাস পর্যালোচনা করলে, বুঝতে বাকি থাকে না, বঙ্গবন্ধুর ঘোষিত বাঙ্গালী জাতির মুক্তির সনদ ৬-দফার হাত ধরেই একাত্তরে আসে মহান স্বাধীনতা। ৬-দফার প্রেক্ষাপট ১৯৬৬ সালের হলেও, সমসময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরনে তরুন প্রজন্ম এখনো ৬-দফাকে পথ প্রদর্শক মনে করেন। তৎকালীন দুই পাকিস্তানের বৈষম্য দূরীকরনে বঙ্গবন্ধুর ৬-দফা, বর্তমান সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরনেও ভূমিকা রাখছে বলে মনে করে এই সময়ের তরুন সংগঠকরা। মুক্তিযুদ্ধের চেনতাকে সমুন্নত রেখে আগামীর সোনার বাংলা বিনির্মানে, ৬-দফা আদর্শের বিকল্প নেই বলেও মত দিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা। ৬-দফার ইতিহাস কেউ যাতে বিকৃত করতে না পারে, সে জন্য তরুন প্রজন্মের প্রতিনিধিদের প্রতি আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের তরুন নেতৃত্বের। পাশাপাশি ইতিহাস বিকৃতিকারীদের কঠোর শাস্তিরও আহ্বান তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি