ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

দেশে তৈরি জুতার বিকিকীনি নেমে এসেছে অর্ধেকে

প্রকাশিত : ১০:১৭, ৯ জুন ২০১৬ | আপডেট: ১০:১৭, ৯ জুন ২০১৬

ঈদের কেনাকাটায় অন্যতম অনুষঙ্গ নতুন জুতা। নামি দামি ব্র্যান্ডের বাইরে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকে দেশীয় জুতা। তবে বাজারের চিত্র ভিন্ন। ভারত ও চীন থেকে আমদানী করা জুতায় সয়লাব বাজার। তাই দেশে তৈরি জুতার বিকিকীনিও নেমে এসেছে অর্ধেকে। ব্যবসায়ীরা আশংকা করছেন, এবার ঈদে যা বিনিয়োগ করেছেন, তাও উঠে আসবে না। প্যাকেজ : আসছে ঈদ। সারাদেশে চামড়া ও রাবারের জুতা সরবরাহ করতে তাই এক মাস আগে থেকেই কাজ চলছে রাজধানীর প্রায় ৩ হাজার কারখানায়। ক্রেতাদের চাহিদা অনুযায়ি প্রতিবছর নকশাও বদল করে চলেছে কারিগররা। মধ্যবিত্ত ও নিতান্ত নিম্ম আয়ের মানুষেরও ঈদবাজারে নতুন জুতা অপরিহার্য। সস্তায় কিনে উৎসব আনন্দের অংশীদার হতে চান তারা। মুক্তবাজার অর্থনীতির বদৌলতে ভারত ও চীনসহ আশেপাশের দেশগুলো জায়গা করে নিয়েছে বাংলাদেশে। ক্ষুদ্র ব্যবসায়ীদের মতে এ কারণেই মার খাচ্ছে দেশীয় জুতার বাজার। এ আশংকায় জুতা সরবরাহের হার নেমেছে অর্ধেকে। ব্যবসায়ীরা ঈদের বাজার ধরতে পাল্লা দিয়ে কাজ করলেও ফল শুণ্য। ব্যবসায়ীদের মতে, দেশে প্রতিবছর ২০ থেকে ২৫ কোটি জুতার চাহিদা রয়েছে, যার অর্ধেকই আসছে বিদেশ থেকে। ঈদ বাজারেও এর প্রভাব পড়ার আশংকায় দুশ্চিন্তায় আছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি