শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের দাবি
প্রকাশিত : ১৫:০৬, ৯ জুন ২০১৬ | আপডেট: ১৫:০৬, ৯ জুন ২০১৬
শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের দাবি জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা উন্নয়ন সংগঠনগুলোর জোট চাইন্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের ৪৫ শতাংশ শিশু জনগোষ্ঠীর সুষ্ঠুভাবে বেড়ে উঠার জন্য আলাদা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা জরুরি। তবে শিশুদের জন্য আলাদা অধিদপ্তর না থাকায় তা সম্ভব হচ্ছে না। এসময় ২০১৬ সালের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত ৫২১ শিশু নির্যাতনে শিকার ও অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে বলেও জানান বক্তারা।
আরও পড়ুন