জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে আটক শতাধিক ব্যাক্তি
প্রকাশিত : ১৫:৪৫, ১০ জুন ২০১৬ | আপডেট: ১৫:৪৫, ১০ জুন ২০১৬
জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। সারাদেশে সপ্তাহব্যাপী এই অভিযান চলবে। বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে শতাধিক ব্যক্তিকে।
আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে গতকাল এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যা ও সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়। দেশব্যাপী জঙ্গিদের তালিকা হালনাগাদ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর নজরদারি বাড়ানো এবং বিদেশিদের নিরাপত্তা দেয়াসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয় বৈঠকে। মধ্য রাতেই বিশেষ অভিযান শুরু হয় বলে একুশে টেলিভিশনকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। পুলিশের অভিযানে এরিমধ্যে কুষ্টিয়ায় ৫৭, নাটোরে ৩৫, ঝিনাইদহে ২৭ এবং রাজশাহীতে ৩৪ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন