ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত : ১৫:৪৯, ১০ জুন ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ১০ জুন ২০১৬

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের রওশন সড়ক এলাকায়  হাসান তানভীর ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। পুলিশ জানায়, হাসান তানভীর ফ্যাশন ওয়্যারস লিমিটেড নামের ওই কারখানায় শ্রমিকদের গত মে মাসের বকেয়া বেতন পাওনা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন চলতি মাসের ২০ তারিখ দেয়ার ঘোষণা দেয়। এরই প্রতিবাদে সকালে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে শ্রমিকরা জয়দেবপুর চৌরাস্তা সড়কে অবস্থান নিয়ে সড়কে অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি