ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সিটি নির্বাচনে প্রচারণার বাধা কাটছে এমপিদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ৭ মে ২০১৮

নির্বাচন কমিশনের বর্তমান নীতিমালা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে প্রচারে সংসদ সদস্যদের অংশ নেওয়ার সুযোগ নেই। তবে সেই বাধা শিগগিরই কাটছে। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারের সুযোগ মিলছে এমপিদের। সিটি নির্বাচনের সময় এমপিরা যাতে প্রচার চালাতে পারেন তার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। এ সংক্রান্ত বিধি-নিষেধ বাদ দেওয়ার প্রস্তাব করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে আইন, বিধি-বিধান প্রণয়ন কমিটির এক সভায় এ প্রস্তাব তোলা হয়। সভাটি বিকেলে অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে এ সংক্রান্ত বিধি নিষেধ তুলে নেয়ার দাবি জানায়। তবে দেশের অন্যতম প্রধান দল বিএনপি এমপিদের প্রচারণার চলানোর বিপক্ষে মত দিয়েছে।

ইসির প্রস্তাবে বলা হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচনে এমপিরা নির্বাচনী এলাকায় অবস্থান করাসহ নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচারের সুযোগ পাবেন। তবে ভোটের দিনে ওই এমপি শুধু ভোটকেন্দ্র ভোট দিয়ে বাসায় চলে যাবেন। ওই দিন তিনি কোথাও অবস্থান করতে পারবেন না। এছাড়া নির্বাচনী প্রচারের সময় নিরাপত্তার জন্য পুলিশ বা অন্য কোনো প্রটোকলও পাবেন না।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার ও আইন, বিধি-বিধান প্রণয়ন কমিটির সভাপতি কবিতা খানম  বলেন,  আওয়ামী লীগ থেকে একটি প্রস্তাবনা আমাদের কাছে এসেছে।এটা নিয়ে আলোচনা হয়েছে।বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।সিন্ধান্ত হয়ে জানানো হবে।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল স্থানীয় সরকারের সকল নির্বাচনে এমপিদের প্রচারণা ও স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ রেখে আচরণ বিধির পরিবর্তন চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ১৫ মে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে এমন দাবি জানায় তারা।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি