ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বান্দরবানে পাহাড়ের গায়ে কয়লা সদৃশ্য কালো পাথর

প্রকাশিত : ০৯:৫৪, ১১ জুন ২০১৬ | আপডেট: ১০:২৭, ১১ জুন ২০১৬

বান্দরবানের লামার ছলুম ঝিড়ি এলাকায়, পাহাড়ের গায়ে লেগে আছে কয়লা সদৃশ্য কালো পাথর। স্থানীয়রা বলছেন, এগুলো দাহ্য পদার্থ, ব্যবহার করা যায় জ্বালানীর কাজে। ১৯৮৬ সালে এর সন্ধান পাওয়ায় পর পরীক্ষা-নিরিক্ষা হয় বছর খানেক আগে। সেবার ভাল কিুছ না পাওয়া কার্যক্রম বাদ দেয়া হলেও, বর্তমানে এ ধরনের বস্তু বেশি আকারে মিলছে, তাই আবারো অনুসন্ধানের দাবী উঠেছে। বান্দরবানের লামার ছলুম ঝিড়ি এলাকায় ১৯৮৬ সালে পাহাড়ে গাছ কাটতে এসে কয়লা সদৃশ্য বস্তুর সন্ধান পায় এক স্থানীয়। পাহাড়ের গায়ে লেগে থাকা এসব কালো পাথর আগুনে জ্বলে। এরইমধ্যে অনেকে এগুলো সংগ্রহ করে তা দিয়ে জ্বালানী হিসেবে ব্যবহার করে দেখেছেন। স্থানীয়রা বলছেন, সেসময় জালানী মন্ত্রনালয়ের এক কর্মকর্তা পাহাড় পরিদর্শন করে প্রায় ১১শ’ একর এলাকাজুড়ে এ ধরনের পাথর থাকতে পারে বলে ধারণা দেন। সবশেষ ২০১৫ সালে বাপেক্সের একটি দল পরীক্ষা চালায়। ভালো ফল না পেয়ে চলে যান তারা। পরে পাহাড়ে কয়লা সদৃশ্য এসব দাহ্য কালোপাথর বেশি আকারে দেখা দেয়। তাই আবারো পরীক্ষার জন্যে বাপেক্সকে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাহাড়টি আহরণযোগ্য কয়লার মজুদ পাওয়া গেলে, জ্বালানী চাহিদা ও কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে -আশা স্থানীয়দের।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি