ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কোটা নিয়ে প্রজ্ঞাপন সরকারের চূড়ান্ত বিবেচনায় : জনপ্রশাসন সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ৮ মে ২০১৮

কোটা পদ্ধতি নিয়ে প্রজ্ঞাপন জারির বিষয়টি সরকারের চূড়ান্ত বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কোটার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে মোজাম্মেল হক খান বলেন, কোটা বাতিলের ব্যাপারে প্রধানমন্ত্রী যে মন্তব্য বা অভিপ্রায় ব্যক্ত করেছেন বা নির্দেশ দিয়েছেন সেটার চূড়ান্ত রূপ; আপনারা যা বলেন প্রজ্ঞাপন বা সার্কুলার, সেই কাজটা একটু বাকি আছে। সেটা কোন পর্যায়ে আসবে সেজন্য একটু অপেক্ষা করতে হবে।
বিষয়টি প্রক্রিয়াধীন আছে এটা কি বলা যায়- জানতে চাইলে সচিব বলেন, সরকারের চূড়ান্ত বিবেচনাধীন আছে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের দাবিতে শিক্ষার্থীদের টানা তিন দিনের আন্দোলন শেষে গত ১১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে চলমান আন্দোলন স্থগিত করেছিল কোটা সংস্কারের দাবিতে গঠিত প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি