ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে ময়মনসিংহে দুর্ভোগ

প্রকাশিত : ০৯:৩৪, ১২ জুন ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ১২ জুন ২০১৬

নামে প্রথম শ্রেণীর হলেও, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে দুর্ভোগের অন্ত নেই ময়মনসিংহের গফরগাঁও পৌরবাসীর। শহরের ভেতরের রাস্তাগুলো অসংখ্য খানাখন্দে ভরা। নেই ড্রেনেজও। তবে, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রকল্প হাতে নেয়ার কথা জানালেন নতুন মেয়র। রাস্তাঘাটের এই ভয়ঙ্কর চেহারা প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়া গফরগাঁও পৌর এলাকার। এমন রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগের সীমা নেই পৌরবাসীর। আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি উঠে যায় বাসা-বাড়িতেও। বৃষ্টির দিনে বাজারে পানি জমে যাওয়ায় লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। সাড়ে ৫ বর্গ কিলোমিটার আয়তনের গফরগাঁও পৌরসভায় প্রায় দেড় লাখ মানুষের বসবাস। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত পৌরবাসীর দৃষ্টি এখন নতুন মেয়রের দিকে। আর নতুন মেয়রও শোনালেন আশার কথা। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রকল্প হাতে নেয়ার কথা জানান তিনি। আগামী ৬ মাসের মধ্যেই নাগরিকরা কাক্সিক্ষত সুবিধা পাবেন বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি