ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জামালপুরের মেলান্দহে প্রতিবছরই আয়োজন করা হয় মই-দৌড়ের

প্রকাশিত : ০৯:৪৯, ১২ জুন ২০১৬ | আপডেট: ০৯:৪৯, ১২ জুন ২০১৬

ধান ক্ষেতে মই দেয়ার বিষয়টি সবার জানা থাকলেও মই দিয়ে যে প্রতিযোগিতা হয় সেটা হয়তো অনেকেরই অজানা। জামালপুরের মেলান্দহে প্রতিবছরই আয়োজন করা হয় মই-দৌড়ের। আর ভিন্নধর্মী এ খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমান হাজারো দর্শক। কোন জোড়া-গরু আগে যেতে পারে তা নিয়েই এ মই-দৌড় খেলা। জমিকে ফসল উৎপাদনের জন্য প্রস্তুত করতে এভাবেই নির্মল আনন্দে মাতে খেটে খাওয়া মানুষেরা। জামালপুরের মেলান্দহ উপজেলার চরপাকুরিয়া ইউনিয়নে বড়বাড়ীর সামনে প্রতিবছরই আয়োজন করা হয় এ খেলার। অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে আসে প্রতিযোগিরা। একদিকে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করা, অন্যদিকে আবহমান বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য টিকিয়ে রাখতেই আয়োজন করা হয় মই দৌড়ের। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ খেলা আয়োজনের দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি