ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন: তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ৯ মে ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার তোফায়েল আহমেদ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে হাসুমণির পাঠশালা আয়োজীত “তারুণ্য সম্পদ, তারুণ্যই ভবিষ্যৎ : প্রয়োজন আদর্শিক নেতৃত্ব” শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমেই নতুন নেতৃত্ব উঠে আসবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন নেতৃত্বকে এগিয়ে যেতে হবে।

তোফায়েল আহমেদ বলেন, তরুণ সমাজকে আদর্শবান হতে হবে। সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এ নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

নির্বাচন কমিশনে বিএনপি’র প্রস্তাবিত ব্যক্তিও আছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে।

তিনি আরো বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে কোনো লাভ নেই। এ দেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না।

হাসুমণির পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম - সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক মোখলেছুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি