ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

‘কোটা নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর দফতরে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১০ মে ২০১৮ | আপডেট: ১৭:৫৯, ১০ মে ২০১৮

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। এটা আজকে সকালে পৌঁছেছে। এটা যদি প্রধানমন্ত্রী দেখেন তবে আশা করছি দু’এক দিনের মধ্যেই সিদ্ধান্ত দেবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রস্তাব দেখার পর একটি কমিটি হবে। কমিটি সুপারিশ করবে। কমিটির সুপারিশ সরকার অনেক সময় পুরোপুরি রাখে, অনেক সময় আংশিক রাখে, এরপর একটা সিদ্ধান্ত যেটা সবাই চাচ্ছে, আশা করি সেটা হবে।
মোজাম্মেল হক খান বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল নাকি সংস্কার হবে এ কমিটি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। পরে সেটা সবাইকে (প্রজ্ঞাপন জারির মাধ্যমে) জানিয়ে দেয়া হবে। তবে কবে হবে সেটা বলতে পারব না।
প্রস্তাবিত এ কমিটির নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। প্রস্তাবিত কমিটি কত সদস্যের জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমি যদি বলি পাঁচ, ছয়ও তো হতে পারে। চার-পাঁচ জন সদস্য এটা বলা যেতে পারে।
‘কোটা নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন ওইটা আমাদের মাথায় রাখা ভালো। পরে বাস্তবে কি ঘটবে সেটা পরে দেখা যাবে’- বলেন মোজাম্মেল হক খান।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে  শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দেওয়া ভাষণে বলেন, কোটাই থাকবে। প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে সাধুবাদ জানিয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রায় এক মাস অতিবাহিত হলেও এখন প্রজ্ঞাপন জারি হয়নি। এমতাবস্থায় রোববার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি