ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর আদর্শে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১১ মে ২০১৮

ছাত্রলীগকে পড়াশুনার পাশাপাশি রাজনীতিতে বন্ধবন্ধুর আদর্শ ধারণ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ পরামর্শ দেন।  আজ শুক্রবার শুরু হয়েছে দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৯তম সম্মেলন।

আওয়ামী লীগের সভানেত্রী এসময় আরও বলেন, ‘বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের অবদান রয়েছে। দেশের সব আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগও ছিল।  আন্দোলন গড়ে তোলায় আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছিল।’

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেও ছাত্রলীগের কর্মী ছিলেন উল্লেখ করে সংগঠনটির বর্তমান নেতাকর্মীদের বঙ্গবন্ধুর এবং আওয়ামী লীগের আদর্শ ও মূল্যবোধ মেনে চলে রাজনীতি করার আহ্বান জানান।

এসময় পদ্মা সেতুর উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমরা দুর্নীতি করি না। প্রশ্রয়ও দেই না। বিশ্বব্যাংক যখন আমাদের টাকা দিল না তখন আমরা বলেছিলাম যে, আমরা কোন দুর্নীতি করিনি। আর এও বলেছিলাম যে, এই পদ্মা সেতু আমরা আমাদের টাকা দিয়েই করব”।

“আজ সেই পদ্মা সেতু করে দেখিয়েছি আমরা। দুর্নীতির বিরুদ্ধে থাকা বঙ্গবন্ধুর আদর্শ। শুধু রাজনীতি করলেই হবে না। দলের জন্য কাজ করলেই হবে না। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে”।

ছাত্রলীগের নেতাকর্মীদের পড়াশুনার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে অবদান রাখতেও বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পড়াশুনার পরে প্রতিটি নেতাকর্মী নিজ নিজ ক্যাম্পাসে উন্নয়নমূলক কাজ করতে পার। বৃক্ষরোপন অথবা পরিষ্কার পরিচ্ছনতামূলক কাজ তোমরা করতে পার। শুধু ‘নেতা’ তকমা নিয়ে চললেই হবে না। কাজও করতে হবে”।

এছাড়াও দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডে ছাত্রনেতাদের আরও বেশি কাজ করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, “কোন সরকারি অফিসে দুর্নীতি হচ্ছে কী না তা তোমরা দেখো। এমন তথ্য থাকলে আমাদেরকে জানাও”।

এবারের সম্মেলনে সবাইকে ‘ত্যাগ ও সমঝোতা’র ভিত্তিতে নেতৃত্ব বাছাই করার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের কমিটিতে ২৯ বছর বয়স পর্যন্ত নেতাকর্মীরা স্থান পাবে বলে জানান তিনি।

//এস এইচ এস// টিকে  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি