ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মুম্বাই হামলার আগে দুইবার হামলার পরিকল্পনা করে ব্যর্থ হয় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা

প্রকাশিত : ২০:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৬

mumbai follow২০০৮ সালে মুম্বাই হামলার আগে আরো দুইবার হামলার পরিকল্পনা করে ব্যর্থ হয় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা। সোমবার যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে মুম্বাই আদালতকে এ তথ্য জানান এ মামলার রাজসাক্ষী ডেভিড কোলম্যান হেডলি। মার্কিন এ নাগরিক বলেন, মুম্বাই হামলার আগে ৮ বার ভারতে এসেছিলেন তিনি। হামলা পরিকল্পনার আগে দাউদ গিলানি নাম পরিবর্তন করে নতুন নাম নেন তিনি। ভারতের ইতিহাসে এটাই প্রথম কোন বিদেশি জঙ্গির আদালতে সাক্ষ্যগ্রহণ। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দর থেকে গ্রেফতারের পর এ মামলায় হেডলিকে ৩৫ বছরের সাজা দেয় মার্কিন আদালত। এদিকে মুম্বাইয়ের মতো হামলার মতো আবারও ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাগর পথে জঙ্গিরা এ ধরনের হামলা চালাতে পারে বলে সর্তক করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি