ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

স্যাটেলাইট বঙ্গবন্ধু-১

বাংলাদেশের প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১২ মে ২০১৮

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের পর যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বাংলাদেশের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মোবাইলে কথা বলা অবস্থায় তিনি এ ধন্যবাদ জানান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র তৈরি করে দিয়ে যান। আজকে তা পূর্ণাঙ্গতা লাভ করলো। আমরা পূর্ণাঙ্গভাবে ফ্লাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে চলে আসলাম। সবাইকে ধন্যবাদ।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমসহ প্রতিনিধি দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশের পথে উড়াল দেয় বঙ্গবন্ধু-১। এই স্যাটেলাইট উৎক্ষেপণের দিয়ে অবস্মরণীয় এক অর্জন হলো বাংলাদেশের। বহু আগেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছে। এবার মহাকাশেও লাল সবুজের গৌরবগাঁথা দেখল বিশ্ব। ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠালো বাংলাদেশ।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর সেখানে উপস্থিত বাংলাদেশিরা উৎসবে মেতে ওঠেন। বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধি দলসহ দেশি-বিদেশি দর্শকরা বৃহস্পতিবারের মতো পর্যবেক্ষণ গ্যালারির ‘স্যাটার্ন-ফাইভ’ এ অবস্থান নিয়েছিলেন। সেখান থেকেই তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট বহনকারী ফ্যালকন-৯ রকেটের সফল উৎক্ষেপণ দেখেন। দর্শকদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজন সংসদ সদস্য, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর সজীব ওয়াজেদ জয় আনন্দে কেঁদে ফেলেন। তিনি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন।

এ পর্যন্ত কয়েকবার তারিখ বদলানোর পর আজ প্রতীক্ষার অবসান হলো। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ফ্যালকন-৯ ব্লক-৫ রকেটের চেপে আকাশে উড়াল দেয় সাড়ে তিন হাজার কেজি ওজনের এই স্যাটেলাইট। রকেটটি মহাকাশে বাংলাদেশের ভাড়া নেওয়া অরবিটার স্লট ১১৯.১ ডিগ্রিতে নিয়ে যাবে স্যাটেলাইটটিকে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি