ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণে রাষ্ট্রপতির অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ১২ মে ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করায় দেশবাসী ও এতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ শনিবার সকালে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করলো। এটা আমাদের জন্য অনেক গর্বের ও আনন্দের।

গতকাল জল্পনা কল্পনা আর সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে মহাকাশের যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার ৪টা ১৪ মিনিট (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিট) ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ কেনেভেরালের কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশের পথে উড়াল দেয় বঙ্গবন্ধু-১।

বাংলাদেশ এক অবস্মরণীয় সফলতা অর্জন করলো এই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে। বহু আগে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পাবার পর এবার ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাল বাংলাদেশ।

জানা যায়, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে ২৬টি ‍কু-ব্যান্ড ট্রান্সপন্ডার ও ১৪টি সি-ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে। এটি সক্রিয় হলে দেশের টেলিভিশন ও ব্রডব্যান্ড যোগাযোগে উন্নতি ঘটবে। এ স্যাটেলাইটের কারণে ৩ ধরনের সেবা ও ৪০ ধরনের সুফল পাবে দেশবাসী।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি