ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গাদের প্রত্যাবশনে সহায়তা করতে প্রস্তুত ভারত: সুষমা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ১২ মে ২০১৮

মিয়ানমার সফর করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারকে সহায়তা করতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন সুষমা।

দু’দিনের সফরে সুষমা বৃহস্পতিবার মিয়ানমার যান। সফরে মিয়ানমারের সঙ্গে সাতটি চুক্তি করেন সুষমা। তার মধ্যে একটি স্থলসীমান্ত চুক্তিও রয়েছে।    

সফরে দেশটির নেত্রী ও সরকারের স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করেন সুষমা। বৈঠকে রাখাইন রাজ্য ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারতের সহায়তার কথা বলেন তিনি।  

এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা ছাড়াও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিক বিবৃতিতে রাখাইন থেকে পালিয়ে আসা মানুষদের ‘রোহিঙ্গা’ বলে আখ্যায়িত করা হয়নি। রোহিঙ্গার বদলে রাখাইন রাজ্যের উন্নয়ন ও বাস্তুচ্যুত মানুষদের ফিরিয়ে আনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।  

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরকে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি