ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

অটিস্টিক শিশুদের মূলধারায় আনতে হবে : সংস্কৃতিমন্ত্রী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ১২ মে ২০১৮

অটিস্টিক শিশুদের মূলধারার মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বিশেষভাবে যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ জনবল। একই সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করার মানসিকতাও তৈরি করতে হবে বলে উল্লেখ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়‘ গ্লোবাল অটিজম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিস্টিক শিশুদের গড়ে তুলতে নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হলে এসব শিশুরা দেশের সম্পদে পরিণত হবে। এ জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ।

অন্যদিকে আগামী দিনের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে মানসম্মত ও যুগোপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলাও প্রয়োজন বলে জানান তিনি।

ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশন আয়োজিত এ ক্যাম্পেনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান। ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান পপ প্রিন্স কবি মাসুদ রানা ব্ল্যাক এন্ড হোয়াইট এর সভাপতিত্বে অনুষ্ঠানে অটিস্টিক শিশুদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক দুলাল গাইন। বাসস 

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি