ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

প্রতিদ্বন্দ্বীতায় থাকবেন কিনা সিদ্ধান্ত নিতে হিলারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বার্নি স্যান্ডার্স

প্রকাশিত : ১২:০৫, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১২:০৫, ১৩ জুন ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক দল থেকে প্রতিদ্বন্দ্বীতায় থাকবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে হিলারী ক্লিনটনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সবশেষ প্রাইমারি নির্বাচন শেষে হিলারির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপরই সিদ্ধান্ত নেবেন প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন কিনা। এছাড়া আগামী জুলাইয়ে জাতীয় কনভেনশনকে সামনে রেখে এবং রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দলকে আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। সর্বশেষ ৭ই জুনের নির্বাচনের পর হিলারি ক্লিনটন ডেমোক্র্যাটিক দল থেকে মনোনয়নের জন্য প্রয়োজনীয় ডেলিগেট পেলেও স্যান্ডার্স লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে পেনসেলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় জুলাইয়ের কনভেনশনকে সামনে রেখে দলের নেতাদের সতর্ক করেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি