২০২৩ সালের মধ্যে জেলায় জেলায় সরকার: অর্থমন্ত্রী
প্রকাশিত : ২০:৩৯, ১৩ মে ২০১৮
আগামী নির্বাচনে জয়ী হলে ২০২৩ সালের মধ্যে জেলায় জেলায় সরকার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি কেন্দ্রীয় সরকার থাকবে বলেও জানান তিনি।
রোববার রাজধানীর জাতীয় যাদুঘরে ড. এ কে আব্দুল মোমেন রচিত বই ‘বাংলাদেশের স্বাধীনতা : প্রত্যাশা ও প্রাপ্তি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি। তবে এটাকে ১০ শতাংশে উন্নীত করতে জেলায় জেলায় সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মন্ত্রী জানান, প্রতিটি জেলার মানুষ যেন সব ধরনের সেবা পেতে পারে সে জন্যই এটি করা হবে। ২০২৪ সালের মধ্যেই দেশে আর দারিদ্র্য থাকবে না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান প্রমুখ।
এমএইচ/টিকে
আরও পড়ুন