মাতৃত্বকালীন ভাতা ৬০ ভাগ বাড়ছে: চুমকি
প্রকাশিত : ২৩:১০, ১৩ মে ২০১৮
আসন্ন বাজেটে মাতৃত্বকালীন ভাতা ৬০ শতাংশ বাড়ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। পাশাপাশি বাড়ছে সুবিধা দেওয়ার মেয়াদ। বিশ্ব মা দিবস উপলক্ষ্যে রোববার সকালে রাজধানীর কুড়িলস্থ যুগান্তর অফিসের সভা কক্ষে ‘বাংলাদেশে মা দিবসের ১৩ বছর: টেকসই উন্নয়নে মায়ের স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৫শ’ টাকার পরিবর্তে নতুন অর্থবছরে সুবিধাপ্রাপ্ত মায়েরা ৮শ’ টাকা করে পাবেন। আর দুই বছরের পরিবর্তে এই সুবিধা দেওয়া হবে তিনবছর। মায়েদের দারিদ্র্য বিমোচনে স্বপ্ন প্যাকেজ কার্যক্রমেরও সম্প্রসারণ করা হবে।
বেসরকারী সংস্থা ডরপ ও দৈনিক যুগান্তর যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী আরও বলেন, আমাদের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে না পারলে জাতীয় উন্নতি-প্রগতি হবে না। এজন্য মায়ের যত্ন নিতে হবে। গর্ভকালীন সেবা-পুষ্টি নিশ্চিত করতে হবে।
যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি`ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ডরপ`র প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান। (সংবাদ বিজ্ঞপ্তি)
এমএইচ/টিকে
আরও পড়ুন