খুলনা সিটি নির্বাচন আগামীকাল (ভিডিও)
প্রকাশিত : ১২:৩০, ১৪ মে ২০১৮
আগামীকাল খুলনা সিটি নির্বাচন। ইতোমধ্যে শেষ হয়েছে প্রচার প্রচারণা। সকাল থেকে শুরু হয়েছে নির্বাচনী সামগ্রি বিতরন। নির্বাচন নির্বিগ্নে শেষ করতে আইন- শৃঙ্খলা বাহিনীকে তিনস্তরে সাজানো হয়েছে।
সকাল ১০টায় শুরু হয়েছে প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী বিতরন । পঞ্চমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটি নির্বাচন। এবার ভোটার হয়েছেন চার লাখ ৯৩ হাজার ৯৩ জন, এর মধ্যে পুরষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ আর নারী ভোটার দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। নতুন ভোটার প্রায় ৫২ হাজার। ২৮৯টি কেন্দ্রের ১হাজার ৫শত ৬১টি বুথে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন নির্বিগ্নে সম্পাদন করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন কমিশন প্রস্তত। নির্বাচনের দিন ১০ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সহ থাকছে ৩১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে স্ট্রাইক ফোর্স, বিজিবিএর সাথে থাকবে ১৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে ২৮৯ জন, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ১হাজার ৫শত ৬১ জন । আর থাকছে ৩হাজার ২শত পোলিং অফিসার।
২০১৩ সালে নির্বাচনে ভোটার ছিল চার লাখ ৪০ হাজার ৫৬৬ জন। ভোট দেয় তিন লাখ দুই হাজার ৫১৯ জন। সে নির্বাচনে মনিরুজ্জামান মনি ভোট পান এক লাখ ৮০ হাজার ৯৩ ভোট। তালুকদার আবদুল খালেক পান এক লাখ ১৯ হাজার ৪২২ ভোট।
এবারের সিটি নির্বাচনে ভোটারা ১ জন নগর পিতা ও ৩১ জন সাধারন কাউন্সিলরের পাশাপাশি সংরক্ষিত আসনে ১০ নারী কাউন্সিলর বেছে নেবেন।
আরও পড়ুন