ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১৫ মে ২০১৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ফাতেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিশৃঙ্খলার মধ্যে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর ৮৫টি ভোট বাতিল করে আবারও ভোটগ্রহণ শুরু করেন এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিয়াউল হক।

মঙ্গলবার সকাল ৮টায় এ সিটি করপোরেশনের ২৮৯টি ভোট কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। এর ঘণ্টা দেড়েক পর গগনবাবু রোডের ফাতেমা উচ্চ বিদ্যালয়ের ১৮১ নম্বর কেন্দ্রে শুরু হয় বিশৃঙ্খলা।

সকাল সাড়ে ৯টার দিকে একদল যুবক কেন্দ্রের এক নম্বর বুথে ঢুকে নৌকা মার্কায় সিল মারা শুরু করে বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থীর এজেন্টরা।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সকাল ১০টার দিকে আবার ভোটগ্রহণ শুরু হয় বলে প্রিজাইডিং কর্মকর্তা জিয়উল হক জানান।
তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী এসে কিছু সিল মেরেছে। আমরা ৮৫টি ব্যালট বাতিল করে দিয়েছি।
বেলা ১২টার দিকে ফাতেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন ইসির পর্যবেক্ষক দলের প্রধান আব্দুল বাতেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি