ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

তালুকদার আবদুল খালেক এগিয়ে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ১৫ মে ২০১৮ | আপডেট: ২১:২০, ১৫ মে ২০১৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। রাত সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কেন্দ্রভিত্তিক ভোটের প্রাপ্ত ফলাফল ও রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

খুলনায় খালেক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে মঞ্জু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

এই সময় পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে ২০০ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এসব কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে খালেক পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৯ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৯৩ হাজার ৫৬০ ভোট।

এই সময়ে রিটার্নিং কর্মকর্তা ৮৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। এতে নৌকা প্রতীক পেয়েছে ৪৭ হাজার ৯০৯ ভোট। আর ধানের শীষ ৩০ হাজার ৬৩০ ভোট। 

খুলনার নির্বাচনে মেয়র পদে এবার পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক নৌকা এবং বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজ্জাম্মিল হক হাতপাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিজানুর রহমান বাবু (কাস্তে) এবং জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান (লাঙ্গল) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চার লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটারের শহর খুলনায় এবার ভোট হচ্ছে ২৮৯ কেন্দ্রে। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।  

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি