ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

শহর আর গ্রামে বরাদ্দ বৈষম্য দূর করতে বেসরকারি সংস্থা পরামর্শ

প্রকাশিত : ১৫:২৭, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১৫:২৭, ১৪ জুন ২০১৬

প্রস্তাবিত অর্থবছরে বাজেটে পানি, সেনিটেশন ও হাইজিন খাতে শহর আর গ্রামে বরাদ্দ বৈষম্য দূর করতে সরকারকে উদ্যোগি হওয়ার পরামর্শ দিয়েছেন কয়েকটি বেসরকারি সংস্থা। আগত বাজেটে দুর্গম এলাকায় পানি ও সেনিটেশনে ৫০০ কোটি টাকার বরাদ্দ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে উন্নয়ন সংস্থাগুলোর শীর্ষ ব্যাক্তিরা জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই খাতে সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া প্রয়োজন। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ওয়াটার এইড ও জাতিসংঘের ইউনিসেফের যৌথ আয়োজনে এক সংবাদ সমে¥লনে বক্তারা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠি ও আর্সেনিক উপদ্রুত এলাকায় বিশেষ প্রকল্প নেয়ার পরামর্শ দেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি