ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বৃহস্পতির মতোই নতুন গ্রহের সন্ধান

প্রকাশিত : ১০:০৬, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১০:০৬, ১৫ জুন ২০১৬

দেখতে বৃহস্পতি গ্রহের মতোই। কিন্তু আকারে তার চেয়েও বড়। এমনকি কক্ষপথও এখন পর্যন্ত পাওয়া গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড়। প্রদক্ষিণ করে দুইটি সূর্যকে। সম্প্রতি এমন গ্রহের সন্ধান পেয়েছে নাসার টেলিস্কোপ কেপলার। দুই সূর্যের গ্রহ কেপলার- ১৬৪৭ বি। যার আকাশে এক সূর্য উঠলে অন্যটি ডুবতে থাকে। আবার কখনো একটির পেছনে লুকিয়ে যায় অন্যটি। পৃথিবী থেকে তিন হাজার ৭শ আলোকবর্ষ দূরে, আকাশ গঙ্গা ছায়াপথের সমতলে সিগনাস নক্ষত্ররাজির মাঝেই দেখা মেলে এমন গ্রহের, যা এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে বড় গ্রহ। প্রায় চার বছর পর্যবেক্ষণের পর গ্রহটির সন্ধান পায় কেপলার টেলিস্কোপ। শুধু আকারেই বড় নয়, নিজ কক্ষপথ প্রদক্ষিণেও সবচেয়ে বেশি সময় পাড়ি দিতে হয় একে। একবার ঘুরে আসতে সময় লাগে ১ হাজার ১শ’ ৭ দিন। গ্রহটির বয়স প্রায় ৪শ ৪০ কোটি বছর। দুই সূর্যের একটি বড়, অন্যটি ছোট। তারাও ব্যস্ত নিজেদের চারপাশে প্রদক্ষিণ করতে। বিজ্ঞানীরা জানান, গ্রহটিতে পানির উপস্থিতি পাওয়ার সম্ভবনাও রয়েছে। তবে যদি এর কোনো উপগ্রহ থাকতো তাহলে প্রাণের অস্তিত্বের সন্ধান পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যেতো বলে মনে করছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি