ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ময়লার দুর্গন্ধে বিষিয়ে উঠেছে পুরান ঢাকার শ্যামবাজার ও লালকুঠি এলাকা

প্রকাশিত : ১০:৩৪, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১০:৩৪, ১৫ জুন ২০১৬

ময়লার দুর্গন্ধে বিষিয়ে উঠেছে পুরান ঢাকার শ্যামবাজার, লালকুঠিসহ আশপাশের এলাকা। রাস্তার উপর জড়ো করা আবর্জনার গন্ধ ছড়িয়ে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। যানজটেও নাকাল পাইকারি ব্যবসার জন্য প্রসিদ্ধ এ এলাকার হাজারো মানুষ। বুড়িগঙ্গা নদীর তীরঘেঁষে গড়ে ওঠা ফরাশগঞ্জ, কে. জি গুপ্ত লেন, মালাকার টোলার রাস্তার উপর এমন ময়লার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে গেল চার বছর ধরে। পাশেই দেশের একমাত্র হিন্দু অনাথ আশ্রম। একটু দূরেই মসজিদ। এলাকাজুড়ে অসংখ্যা পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। আবর্জনার দুর্গন্ধ থেকে রেহাই পেতে নাকে কাপড় চেপে পথ চলতে হয় এলাকাবাসীর। শ্যামবাজার ঘাটের ধারেও রয়েছে আবর্জনার স্তুপ। দুর্গন্ধ উতরে এর মধ্যেই বসেছে পাইকারি বাজার। জনপ্রতিনিধি বলছেন, নির্দিষ্ট গার্বেজ স্টেশন নির্মাণ প্রক্রিয়াধীন। এমন বেহাল অবস্থার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি। রূপলাল হাউস, পাবলিক লাইব্রেরি, বিউটি বোর্ডিংসহ আদি ও ঐতিহাসিক অনেক স্থাপনায় চলতে ফিরতে প্রতিনিয়তই দুর্গন্ধ সইতে হচ্ছে পথচারীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি