ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

রমজানের প্রথম দিনেই কালবৈশাখী ঝড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১৮ মে ২০১৮ | আপডেট: ১৩:৩৩, ১৮ মে ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

রমজানের প্রথম দিনে সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। শুক্রবার সকালে রাজধানীর কিছু কিছু এলাকায় ঝড়োবৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে গেছে বলে জানা গেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড় হতে পারে আজ ও আগামী কয়েক দিনে।

আবাহাওয়া অধিদফরত সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় ৬৫ মিলিমিটার, নিকলীতে ৬১, চট্টগ্রামে ৪০, সিলেটের শ্রীমঙ্গলে ২২, ময়মনসিংহে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া ঢাকাসহ টাঙ্গাইল, ফরিদপুর, কুষ্টিয়া, মাদারীপুর, যশোর, খুলনা, পাবনা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বাতাস অথবা ঝড়ো হাওয়া বয়ে যায়। এসব এলাকার বন্দরসমূহে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, মৌসুমী বায়ু এখন পর্যন্ত না এলেও বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। এর পাশাপাশি কালবৈশাখী ঝড় প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি