ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

'সোয়াম্প ফরেস্ট' রাতারগুল

প্রকাশিত : ০৯:২১, ১৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:২১, ১৬ জুন ২০১৬

সিলেটের রাতারগুল বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট। ৫শ’ ৪ একরের এই বনকে বণ্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় ১৯৭৩ সালে। বর্ষা মৌসুমের প্রায় ৪ মাসজুড়ে পানিতে ভাসা এই বনের প্রাকৃতিক সৌন্দর্য্য মোহিত করে পর্যটকদের। বনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারী উদ্যোগের পাশাপাশি পর্যটকদের সচেতন হবার দাবি জানিয়েছেন বনকর্মকর্তাসহ বনজীবিরা। হিজল, কড়ই, জামরুল- নানান প্রজাতির গাছগাছালিতে ভরা রাতারগুল, অপরূপ নৈসর্গিক সৌন্দর্য্যের জলাবন। বর্ষা আসতে না আসতেই পানিতে টইটুম্বুর হওয়া বিশ্বের অন্যতম এই সোয়াম্প ফরেস্টে ঢল নেমেছে পর্যটকদের। তবে এখানে পর্যটকদের জন্য নেই তেমন কোনই সুব্যবস্থা। রাতারগুলের এ বন সংরক্ষণে সরকারকে দ্রুত উদ্যোগী হওয়ার দাবি বন কর্মকর্তা ও বনজীবীদের। তারা বলছেন, সরকার একটু আন্তরিক হলে বছরে এ বন থেকেই আসতে পারে কোটি টাকা রাজস্ব। রাতারগুলের পরিবেশ রক্ষায় ইঞ্জিনচালিত নৌকায় যাতায়াত বন্ধ করা, পর্যটকদের জন্য নির্দিষ্ট পথ ব্যবহারের ব্যবস্থাসহ বন সংরক্ষণে সরকার আন্তরিক হবে বলে আশা করছেন পর্যটকরাও।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি