ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

দালাইলামার সঙ্গে ওবামার বৈঠক

প্রকাশিত : ১০:৪১, ১৬ জুন ২০১৬ | আপডেট: ১০:৪১, ১৬ জুন ২০১৬

চীনের আপত্তি সত্ত্বেও তিব্বতের আধ্যাতিœক নেতা দালাইলামার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাইজে বৈঠক করেন তারা। বৈঠকে দালাইলামার সঙ্গে চীনের বিষয়ে কথা বলেন তিনি। বৈঠকের নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাঙ বলেন, ওবামার বৈঠক তিব্বতের স্বাধীনতাকামী ও বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দেবে। একই সঙ্গে চীন-যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা ও সহযোগিতায় ক্ষতি করবে বলেও জানান তিনি। চীনা শাসনের বিরুদ্ধে ১৯৫৯ সালে এক ব্যর্থ বিদ্রোহের পর ভারতে পালিয়ে যান দালাইলামা। চীন দালাইলামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে থাকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি