ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আবদুল্লাহ স্বপন এখন পাখি বন্ধু নামে পরিচিত

প্রকাশিত : ০৭:১৮, ১৮ জুন ২০১৬ | আপডেট: ০৭:১৮, ১৮ জুন ২০১৬

পাখি সেবা করাই যেন তার ব্রত। আহত পাখিদের সেবা করে পাখি বন্ধু নামে পরিচিত হয়েছেন রাজবাড়ীর আবদুল্লাহ স্বপন। ঝড়ে আহত অথবা গাছ কাটার সময় আঘাত পাওয়া চোখ না ফোটা ছোট্ট শালিখ বা টিয়া বাড়িতে এনে মায়ের মমতায় সুস্থ্য করে তোলেন তিনি। মা বাবাকে হারিয়ে অসহায়, শালিখ ছানা দুটো। খাবারে মুখ দেয়ার সময় মায়ের ঠোট খুজছিলো শালিখ ছানা। বাস ছিলো মেহগনি গাছে, গাছ কেটে ফেলায় হারিয়েছে মাকে। এখন অসহায় অসুস্থ পাখিদের মুখে মাতৃস্নেহে খাবার তুলে দিচ্ছেন কারুশিল্পী স্বপন। স্ত্রী মারা গেছেন অনেকবছর। সাত বছরের শিশু সন্তান আলিফ আর আহত সব পাখিদের নিয়েই তার সংসার। তিনি জানান. তাঁর আশ্রয়ে এখন রয়েছে তিনটি শালিক, একটি বড় ও দুটি ছোট বুলবুলি এবং একটি দোয়েল। একটি বনটিয়া সুস্থ হওয়ার পর প্রথম কয়েক দিন আশপাশে ঘুরেছে। পরে সঙ্গী পেয়ে চলে যায়। তাঁর কাছে থাকা বেশির ভাগই ঝড়ে গাছ থেকে পড়ে যাওয়া আহত পাখি। স্থানীয়রা জানালেন, প্রচণ্ড সৎ এই স্বপন অভাব সত্ত্বেও পাখি প্রেমে মগ্ন। তাই মনের সুখে বিপন্ন পাখিগুলোকে বাঁচিয়ে তুলছেন।’ স্বপনকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে সব মানুষকে দায়িত্ববোধ থেকে পাখি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানালেন প্রাণিসম্পদ কর্মকর্তা। প্রতিনিয়তই কমছে পাখির আবাসস্থল, উজাড় হচ্ছে বন। পরিবেশের ভারসাম্য রাখতে পাখির আবাসস্থল রক্ষার আহ্বান প্রানিসম্পদ বিভাগের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি