ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রমজানে মাসব্যাপী বাজার মনিটরিং করছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর

প্রকাশিত : ০৮:১৪, ১৮ জুন ২০১৬ | আপডেট: ০৮:১৪, ১৮ জুন ২০১৬

রমজানকে সামনে রেখে মাসব্যাপী বাজার মনিটরিং করছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর । চলতি মাসের প্রথম বারোদিনে বিভিন্ন অভিযোগে আড়াইশোর বেশী প্রতিষ্ঠানকে দায়ী করে জরিমানা আদায় হয়েছে বিশলাখ টাকা । তবে ক্রেতাদের অনেকের কাছে এখনো স্পস্ট নয় অধিদপ্তরের আইনটি। সংশ্লিষ্টরা বলছেন, প্রচারনার পাশপাশি দরকার ভোক্তাদের অধিকার সচেতন করা। পণ্যক্রয় কিংবা সেবাগ্রহনে ভোক্তার অধিকার সংরক্ষনে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর । মেয়াদীর্তীণ বা ভেজাল পণ্য বিক্রির জন্য যেমন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড; অন্যদিকে ক্রেতা বা সেবাগ্রহিতাকে হয়রানী বা র্দূব্যবহার করলেও আছে শাস্তির বিধান। রমজানকে সামনে রেখে ছুটির দিনসহ জুন মাস জুড়ে দেশব্যাপী বাজার মনিটরিং করছে অধিদপ্তর । প্রতিদিন আটটি টিম কাজ করছে রাজধানীতে, রাজধানীর বাইরেও সক্রিয় অধিদপ্তরের টিম । চলতি মাসের প্রথম বারোদিনের তথ্যে জানা যায় দেশব্যাপী বাজার মনিটরিং করে গড়ে এক লাখ বাহাত্তর হাজার একশ পচিশ টাকা হারে জরিমানা আদায় করেছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুশো আটাশিটি প্রতিষ্ঠানের কাছ থেকে  জরিমানা আদায় করা হয়েছে বিশ লাখ টাকা। তবে যাদের জন্য  এই আইন তৈরি হয়েছে সেই ক্রেতাদের কাছে আইনটি তেমন স্পষ্ট নয়। ভোক্তা অধিকার নিয়ে কাজকরা সংগঠনগুলো বলছে অধিদপ্তরের কার্যক্রমের যেমন প্রচারনা দরকার, একই সাথে দরকার ভোক্তাদের অধিকার সচেতনতা করে তোলা। বাজারে অনিয়ম দেখলেই দলগতভাবে অধিদপ্তরে অভিযোগের পরামর্শ দেন সংশ্লিস্টরা । এছাড়াও তাৎক্ষনিকভাবে অভিযোগকেন্দ্রে ফোন করা যেতে পারে, ০১৭৭৭৭৫৩৬৬৮- এই নম্বরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি