বিশ্বব্যাংক পদ্মাসেতুর বিষয়ে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে- অর্থমন্ত্রী
প্রকাশিত : ২২:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০১৬
বিশ্বব্যাংক পদ্মাসেতুর বিষয়ে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের ইন্ধনে বিশ্বব্যাংক পদ্মাসেতুর বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনে। তবে সেই অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। এছাড়া অধিবেশনে আইন প্রণয়ন কার্যাবলীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিল ২০১৬ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এশিয়ান ইনফ্রাসট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বিল ২০১৬ রিপোর্ট প্রদানের জন্য সর্বসম্মতিক্রমে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আরও পড়ুন