ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আইসিটি খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫০০ কোটি ডলার আয় করবে বাংলাদেশ।

প্রকাশিত : ১৭:৫৩, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৭:৫৩, ২০ জুন ২০১৬

সংসদের বাজেট আলোচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ কথা জানান। তিনি বলেন, আগামী ৫ বছরে আইসিটি খাতে প্রশিক্ষনের মাধ্যেমে ২০ লাখ তরুন তরুনীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এদিকে, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, পূর্বাচল এবং উত্তরা প্রকল্পের কাজ ২০১৭ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা করেছে সরকার। এছাড়াও বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, ২০২১ সালের মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে বাজেটের লক্ষ্যমাত্রা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি