সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবেই উত্তরার খালে বিপুল পরিমান অস্ত্র ও গুলি মজুদঃ ডিএমপি কমিশনার
প্রকাশিত : ১৮:০০, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৮:০০, ২০ জুন ২০১৬
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশি-বিদেশী চক্র রাজধানীর উত্তরার খালে বিপুল পরিমান অস্ত্র ও গুলি মজুদ করে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এটা সাধারণ অপরাধীদের কাজ নয় উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ষড়যন্ত্রকারীদের খুজে বের করতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার ও রোববার রাজধানীর উত্তরার এই খালে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনার মধ্য দিয়ে দেশ বড় ধরণের নাশকতার হাত থেকে বেচে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
ষড়যন্ত্রকারীরা পার পাবে না বলেও মন্তব্য করেন পুলিশ কমিশনার। পুলিশ উর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন