ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত

প্রকাশিত : ২৩:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ০০:০২, ৯ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় প্রধান আসামী নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামী ২৫ ফেব্র“য়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। অপরদিকে সিদ্ধিরগঞ্জের পৃথক তিনটি চাঁদাবাজি মামলায় নূর হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার সকালে ৭ খুনের দুটি মামলার ৩৫ জন আসামীর মধ্যে প্রধান আসামী নূর হোসেনসহ ২৩ আসামীকে হাজির করা হয় জেলা ও দায়রা জজ আদালতে। বাকি ১২ জন পলাতক রয়েছে। n gonjশুনানি শেষে বিচারক সৈয়দ এনায়েত হোসেন অভিযোগ গঠন করেন। সেসময় আসামীদের মুক্তি চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। একইসাথে আগামী ২৫ ফেব্র“য়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। নুর হোসেনসহ ২ জন ছাড়া ২১ জনই ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। নৃশংস এ হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান মামলার বাদী। পাঁচজন আসামীর পক্ষে অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে জুডিশিয়াল ম্যাাজিষ্ট্রেট আদালতে তিনটি চাঁদাবাজির মামলায় নূর হোসেন জামিন চাইলে দুটি মামলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরনের নির্দেশ দেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি