ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম পোষাকের চাহিদা বেড়েছে

প্রকাশিত : ০৮:২২, ২১ জুন ২০১৬ | আপডেট: ০৮:২২, ২১ জুন ২০১৬

যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম পোষাকের চাহিদা। এক সময়ের শাড়ি ভিত্তিক এই রেশম কাপড়ে এখন রাজশাহীতেই তৈরী হচ্ছে পাঞ্জাবী, থ্রি পিচ, ওড়না, শার্ট, ফতুয়াসহ ছোট-বড় সব বয়সী মানুষের পোশাক। ফলে ঈদ সামনে রেখে ভীড় বেড়েছে রেশম কাপড়ের শো-রুমগুলোতে। রাজশাহী মহানগর বিসিক শিল্প নগরী এলাকায় রেশম কারখানাগুলোতেই গড়ে তোলা হয়েছে শো-রুম। রেশমের পোষাক কিনতে শো-রুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। রাজশাহীর বাইরে থেকেও ক্রেতারা আসছেন রেশমের পোষাক কিনতে। দাম নিয়ে দ্বিমত থাকলেও আধুনিক ও মানসম্পন্ন পোষাক পেয়ে খুশি ক্রেতারা। রেশমের শাড়ি দেড় থেকে ৭ হাজার টাকা, থ্রিপিচ ৩ থেকে ১০ হাজার, পাঞ্জাবী আড়াই থেকে ৫ হাজার, শার্ট ও ফতুয়া ৫শ’ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রেশমের কারখানা শাড়ি ভিত্তিক হলেও যুগের সঙ্গে তাল মেলাতে আধুনিক ও নতুন নতুন ডিজাইনের পোষাক তৈরী করতে হচ্ছে বলে জানান মালিকরা। চাহিদা অনুযায়ি এ শিল্পের জন্য দেশেই সুতা উৎপাদন করতে পারলে রেশম পোষাক বিদেশে রপ্তানী করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি