ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

এবারও ঈদ র‌্যাফেল ড্র’ এর আয়োজন করেছে শপিংমলগুলো

প্রকাশিত : ০৮:৩২, ২১ জুন ২০১৬ | আপডেট: ০৮:৩২, ২১ জুন ২০১৬

ক্রেতাদের মন কাড়তে এবারও ঈদ র‌্যাফেল ড্র’ এর আয়োজন করেছে অভিজাত শপিংমলগুলো। মূলত: বিক্রি বাড়াতে এরকম আয়োজন করে থাকে তারা। কেনাকাটার পর একটি কুপনে মিললেও মিলতে পারে গাড়ি, কিংবা হীরের গহনা। এ আশায় বিপনীবিতানে কিছুটা বেশিও খরচ করছেন  কেউ কেউ। উৎসব-পার্বন বিশেষ করে ঈদের সময় অভিজাত শপিংমলে সজ্জিত থাকে নতুন গাড়ি, কিংবা হীরের গহনা। পণ্য কিনতে লোভনীয় এই অফার দিয়ে থাকে শপিংমলগুলো। চাঁদ রাত পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনাকাটায় দোকানীরা ক্রেতাদের হাতে তুলে দেন র‌্যাফেল ড্র’র কুপন। লোভনীয় পুরস্কার মিলতে পারে যেকোন কুপনে। তাই অতি যতেœ নিজের যাবতীয় তথ্য লিপিবদ্ধ করে বাক্সে ফেলেন ক্রেতারা। মল কর্তৃপক্ষ প্রতিটি শোরুমে কুপনগুলো বিক্রি করে। নগদ টাকায় কিনে ক্রেতাদের বিনামূল্যে কূপন দিতে হয় বলে আক্ষেপ রয়েছে দোকানীদের। তবে ৯০ ভাগ কুপনই বিফলে যায় বলে মনে করেন ক্রেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি