রাজধানীর সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
প্রকাশিত : ১৪:২৪, ২১ জুন ২০১৬ | আপডেট: ১৪:২৪, ২১ জুন ২০১৬
পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে রাজধানীর সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে। আজ মঙ্গলবারও দু’ পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। অভ্যন্তরীন রুটের যাত্রীবাহী বাসগুলোর আসা-যাওয়াও সীমিত রয়েছে। সকালে পায়ে হেঁটে, রিক্সাÑভ্যানে করে বিকল্প উপায়ে যাতায়াত করেছে মানুষ। ঈদের আগে, এই অচলাবস্থায় চরম ক্ষোভ জানিয়েছেন তারা।
এই যাত্রীর মতো হাজারো মানুষের মাঝে ক্ষোভ আর হতাশা। বাস কখন চলবে, কেউ বলতে পারছে না।
সিলেটসহ দক্ষিণের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, ফেনী, নোয়াখালীগামী অনেক যাত্রীই মঙ্গলবার সকালে সায়েদাবাদে গিয়ে কোনো বাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। কেউ কেউ ফিরে গেছেন নিরাশ হয়ে।
এই অবস্থা মধ্যরাত থেকেই। বড় দুই শ্রমিক ইউনিয়নের মাঝে বিবাদের জের ধরে দূরপাল্লার কোনো বাসই চলেনি। সকালে বন্ধ ছিলো অভ্যন্তরীন রুটের বাস চলাচলও।
গুলিস্তানে একটি কার্যালয়ের দখল নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে এই দুর্ভোগে পড়েন যাত্রীরা। সোমবার রাতে উভয় পক্ষে দুই দফা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি।
বঙ্গভবনের পূর্ব দিকে শ্রমিক ইউনিয়নের ঐ কার্যালয়টি আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিলো। রোববার রাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন তা দখলে নিলে বিবাদ শুরু হয়।
আরও পড়ুন