ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

অর্ধ শতাব্দি পর রাতের আকাশে এলো স্ট্রবেরি রংয়ে ‘সলস্টাইস’

প্রকাশিত : ১০:৫৬, ২২ জুন ২০১৬ | আপডেট: ১০:৫৬, ২২ জুন ২০১৬

অর্ধ শতাব্দি পর রাতের আকাশে এলো ভিন্ন এক চাঁদ। রূপালি বা সাদা নয়, স্ট্রবেরি রংয়ে চন্দ্রপ্রেমীদের চোখে ধরা দিলো সে। রোজ, স্ট্রবেরি বা হানিমুন নামে পরিচিত এই চাঁদের বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে ‘সলস্টাইস’। পৃথিবীতে দীর্ঘতম দিনের পাশাপাশি ভিন্নরূপী চাঁদকে দেখতে উত্তর গোলার্ধের দেশগুলোতে আয়োজনেরও কমতি ছিল না। সূর্য ডুবতেই আকাশে ছড়িয়ে পড়ল গোলাপী আভা। উঁকি দিলো চাঁদ। তবে, এবার জড়ালো অন্যরকম মায়ার জালে। রূপালি বা সাদা নয়, গোলাপী রংয়ের বিশাল এই চাঁদের নাম স্ট্রবেরি মুন। অর্ধশতাব্দি পর পৃথিবীর আকাশে ধরা দিলো সে। জ্যোতির্বিজ্ঞানীরা একে বলছেন ‘সলস্টাইস’। জুনের পূর্ণিমা তিথীর আগে কর্কটক্রান্তি রেখার ওপরে থাকে সূর্য। ঘণ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে এর আলো পৃথিবীতে আসার সময় রং বদলে যায়। একই দিন থেকে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল শুরু হয়। থাকে দীর্ঘতম দিন। ব্রিটেনের উইল্টশায়ারে চার হাজার বছরের পুরনো পাথরের স্থাপনা- স্টোনহেঞ্জের মাঝে সূর্যাস্ত দেখতে ভিড় করে হাজারো মানুষ। স্ট্রবেরি মুন নামটা কিভাবে এলো ? জানা গেছে, ষোড়শ শতকে দক্ষিণ অ্যামেরিকার আলগনগুইন উপজাতি মনে করত, এই দিন থেকেই পাঁকতে শুরু করে স্ট্রবেরি ফল। তাই এই সময়ের চাঁদের ভাগ্যেও জুটলো এ ফলের নাম। ভিন্ন রূপের এই চাঁদকে আবারও দেখতে হলে অপেক্ষা করতে হবে ২০৬২ সাল পর্যন্ত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি