ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিল শুনানি চলছে

প্রকাশিত : ১৩:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬

m kashemমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে মীর কাসেম আলীর পক্ষে লিখিত যুক্তিতর্ক জমা দেন আইনজীবী এস এম শাহজাহান। এরপর তিনি অভিযোগগুলো পড়া শুরু করেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে  একই বছরের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম আলী ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি