ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রাজধানীর শপিংমলগুলোতে কেনাকাটায় শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো

প্রকাশিত : ১১:১২, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১১:১২, ২৩ জুন ২০১৬

ঈদ বাজারের বেশীরভাগ জুড়েই থাকে নতুন পোশাক কেনা। যাতে বড়দের তুলনায় ছোটদের আগ্রহটাই বেশী। রাজধানীর শপিংমলগুলোতে কেনাকাটায় এবার শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো। পছন্দ-অপছন্দ নিয়ে দ্বিধা দ্বন্দ থাকলেও অভিভাবকরা শিশুদের এ খুশীকে প্রশ্রয় দিচ্ছেন সস্নেহে। ঈদের কেনাকাটায় শিশুদের বায়না মেটাতে  অভিভাবকদের ঘুরতে হয় নানা শপিংমল। ঈদের পোষাক বলে কথা, বছরে একবার দু’বারইতো। রঙিন নকশা আর ঝলমলে পোশাক নজর কাড়ছে শিশুদের। কিনতে এসে  যাচাই করতে ভুলছেনা কোমলমতি শিশুরা। অভিভাবকরাও আপত্তি করছেন না। তবে বয়সভেদে শিশুদের পোশাকের মূল্য নিয়ে দরদাম করার ধাক্কা তো আছেই। ব্যবসায়ীরা বছরভর অপেক্ষা করেছেন ঈদ মৌসুমের। তাই আয়োজন যেমন, মূল্যও হাঁকছেন তেমন। কেনাকাটার বাইরেও প্রায় প্রতিটি শপিংমলেই, শিশুদের জন্য রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি