ডাক বিভাগের ইলেক্ট্রনিক মানি অর্ডার এখন বাংলালিংকে
প্রকাশিত : ১৪:৪৪, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৪:৪৪, ২৪ জুন ২০১৬
সাধারণ মানুষের টাকা লেনদেন আরও সহজ করতে ডাক বিভাগের ইলেক্ট্রনিক মানি অর্ডার এখন বাংলালিংকে। শুধুমাত্র বায়োমেট্রিক সিম নম্বর হলেই নামমাত্র খরচে এ ব্যবস্থায় টাকা পাঠানো যাবে। এরই মধ্যে জনপ্রিয় হতে শরু করেছে এ ব্যবস্থা।
একসময় মানুষের টাকা পাঠানোর একমাত্র মাধ্যম ছিল ডাক বিভাগের মানিঅর্ডার। যা পরবর্তীতে আধুনিকায়ন করে করা হয় ইলেক্ট্রনিক মানিঅর্ডার। এবার আরও সহজ ও জনপ্রিয় করতে মোবাইল টেলিফোন অপারেটর বাংলালিংক যুক্ত হয়েছে এ ব্যবস্থায়।
ক্যাশ পয়েন্ট ব্যবসায়ীরা বলছেন, শুধুমাত্র মোবাইল নম্বর হলেই টাকা পাঠানো যায় এ ব্যবস্থায়, তাই যথেষ্ট সাড়া পাচ্ছেন তারা।
আর বাংলা লিংক বলছে, সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পর এখন নিরাপত্তা নিয়ে আর চিন্তা নেই। তার উপর আছে ডাক বিভাগের মনিটরিং।
এ ব্যবস্থায় টাকা পাঠাতে প্রতি হাজারে খরচ পড়বে ১৮ টাকা, একবারে সর্বোচ্চ পাঠানো যাবে ৫০ হাজার টাকা।
আরও পড়ুন