ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

ঈদ সামনে রেখে বেড়ে গেছে কিছু পণ্যের দাম

প্রকাশিত : ১৪:৪৫, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ২৪ জুন ২০১৬

ঈদ সামনে রেখে বেড়ে গেছে পোলাওয়ের চাল ও চিনিসহ কিছু পণ্যের দাম। দাম কমেছে পেঁয়াজ-রসুনসহ কয়েকটি পণ্যের। এদিকে, মাংসের বাজারে মুরগীর দাম বেড়েছে। দাম বাড়তি মাছেরও। ঈদের আগে পণ্যের দামের উর্ধ্বগতি নতুন কিছু নয়। এবারও নেই ব্যতিক্রম। এরই মাঝে বাজারে উঠতে শুরু করেছে বাহারী সেমাই। ক্রেতা কম তাই দামও আগের মতই রয়েছে বলে জানালেন বিক্রেতারা। গরম মসলার বাজারও স্থিতিশীল। প্রতি ১০০ গ্রাম এলাচ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে, দারুচিনি ৩০ টাকা, লবংগ ১২৫ টাকা, জিরা প্রকার ভেদে ৩৫ থেকে ৪০ টাকা, আর গোলমরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা প্রতি একশ গ্রাম দরে। এছাড়া কিসমিস বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ টাকায়। ভোজ্য তেলের দাম অপরিপর্তিত থাকলেও, চিনি বিক্রি হচ্ছে বাড়তি দামে। রমজান প্রায় শেষের দিকে। তাই কমছে পেয়াজের-রসুনের ঝাঁজ। তবে বাড়ছে পোলাউয়ের চালের দাম। মাছ বাজারে বেড়েছে প্রায় সব রকম মাছের দাম। এ নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কাাঁচা বাজারের প্রায় সব অপরিবর্তীত থাকলেও বেড়েছে টমেটোর দাম। মৌসুম শেষ হওয়ায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। ঈদ ঘনিয়ে আসায় বাড়ছে দেশী ও ব্রয়লার মুরগীর দাম। প্রতিটি মাঝারি আকারে দেশী মুরগী ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। আর অপরিবর্তীত রয়েছে অন্যান্য মাংসের বাজার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি