ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুর্ভোগ কমাতে আগে ভাগেই প্রস্তুতি নিচ্ছে সড়ক বিভাগ

প্রকাশিত : ১৪:৪৭, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৪:৪৭, ২৪ জুন ২০১৬

প্রায় প্রতিবছরই ঈদের সময় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। দুর্ভোগ কমাতে এবার আগে ভাগেই প্রস্তুতি নিচ্ছে সড়ক বিভাগ। গাজীপুরের মহাসড়কগুলোতে চলছে সংস্কার ও প্রশস্ত করার কাজ। এছাড়া, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। প্রতি ঈদেই যানজটে নাকাল হতে হয় ঘরমুখী মানুষদের। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ চলায় এরইমধ্যে বিভিন্ন পয়েন্টে যানজট হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এই মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা চন্দ্রায় চলছে রাস্তা সংস্কারের কাজ। তবে, ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখতে আগে থেকেই ভারী যানবাহন ও ট্রাক চলাচল বন্ধের দাবি চলাচলকারীদের। ঈদের সময় যানজট নিরসনে সড়ক বিভাগের পক্ষ থেকে ১৬টি পয়েন্টে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে। আর যানজট নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি পর্যাপ্ত কমিউনিটি পুলিশ মোতায়েন থাকবে বলে জানালেন পুলিশ সুপার। ঈদে মহাসড়কে চাপ সামলাতে প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর দাবি চলাচলকারীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি