ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

বুড়িগঙ্গায় দখল ঠেকাতে রাজউকের উদাসীনতাকে দায়ী করেছেন বাপা’র মুখপাত্র

প্রকাশিত : ১৪:৪৬, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৪:৪৬, ২৪ জুন ২০১৬

বুড়িগঙ্গায় দখল ঠেকাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের উদাসীনতাকে দায়ী করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র মুখপাত্র কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আবুল মকসুদ বলেছেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে অচিরেই এই সমন্বিত কমিটি গঠন করতে হবে। সভায় বক্তারা দখলদারদের আইনের আওতায় আনার পরামর্শ দেন। আদালতের রায় অনুযায়ী নদীর সীমানা যথাযথভাবে ঠিক করারও পরামর্শ দেন তারা। এ সময় বাপা’র নেতারা দখল-দূষণে সহায়তা করা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনী পদক্ষেপ নেয়ার কথা বলেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি