ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জের গ্যাসফিল্ডে অগ্নিকাণ্ড দিবস আজ

প্রকাশিত : ১৪:৫৮, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ২৪ জুন ২০১৬

সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসফিল্ডে অগ্নিকাণ্ড দিবস আজ। ২০০৫ সালের এ দিনে কানাডিয়ান কোম্পানী নাইকো’র অব্যবস্থাপনায় গ্যাসক্ষেত্রে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির পর প্রকল্পটি বন্ধ হলেও এলাকা জুড়ে এখনো বিক্ষিপ্তভাবে গ্যাস নির্গত হচ্ছে। খাবার পানিতেও বেড়েছে আর্সেনিকের মাত্রা। দেখা দিয়েছে চরম স্বাস্থ্যঝুঁকি। দুর্ঘটনার এক যুগ পরও ক্ষতিপূরণ পাননি বাসিন্দারা। ২০০৫ সালের ২৪ জুন ছাতকের টেংরাটিলা গ্যাসফিল্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  এতে আশপাশের বাড়িঘর-গাছপালা পুড়ে যায়। ক্ষতি হয় পরিবেশেরও। ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাস জ্বলে টানা ১১ দিন। পরে বন্ধ করে দেয় হয় প্রকল্পটি। কানাডিয়ান কোম্পানী নাইকো তাদের অদক্ষতার দায় স্বীকার করে ক্ষতিপূরণের আশ্বাসও দেয়। তবে এতো বছরেও তা বাস্তবের মুখ দেখেনি। এদিকে গ্যাসকূপের আশপাশের এলাকার পুকুর, টিউবওয়েল ও মাটির বিভিন্ন অংশে এখনো হচ্ছে গ্যাস উদগীরণ। দেখা দিয়েছে খাবার পানির সংকটও। টেংরাটিলা গ্যাসফিল্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা চলছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে কয়েক দফা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে সংশ্লিস্টরা। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো পর্যাপ্ত ক্ষতিপূরণে আদায় আরো কার্যকর উদ্যোগ নেয়া হবে এমন দাবি স্থানীয়দের। ্হনংঢ়;
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি