ঢাকা-চট্টগ্রাম রেলপথে আরো একটি বিরতিহীন ট্রেনের উদ্বোধন আগামীকাল
প্রকাশিত : ১৪:৪৯, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৪:৪৯, ২৪ জুন ২০১৬
লাল সবুজের পতাকার রঙে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ নামে আরো একটি বিরতিহীন ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার আনুষ্ঠানিকভাবে ট্রেনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সর্বশেষ ১৯৯৮ সালের ১৪ই এপ্রিল ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রা শুরু করে বিরতিহীন আন্ত:নগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। এরুটের যাত্রীদের দীর্ঘদিনের দাবী ছিল আরো একটি বিরতীহীন ট্রেন সার্ভিসের। এরই প্রেক্ষিতে ইন্দোনেশিয়া থেকে আনা ৩৭টি বগি দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ’সোনার বাংলা এক্সপ্রেস’ নামে আরো একটি বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে ট্রেনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদেশ থেকে আনা এসব বগি নতুন ট্রেনে সংযোজন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি রেলের উন্নয়নের সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারাও।
লাল সবুজের রঙে নতুন এই ট্রেনটিতে ৭৪৬ জন যাত্রী পরিবহন করা যাবে। ঢাকা থেকে চট্টগ্রাম পৌছাতে সময় লাগবে সাড়ে ৫ ঘন্টা।
সোনার বাংলা এক্সপেসের ১৬টি বগির মধ্যে চারটি এসি চেয়ায়ের ২২০টি আসন, সাতটি শোভন চেয়ারের ৪২০টি, দুটি এসি বাথে ৬৬টি আসন ছাড়াও থাকবে দুটি খাবার গাড়ি। টিকেটের মুল্য রাখা হয়েছে শোভন ৬শ’ টাকা, এসি এক হাজার এবং এসি বাথ ১১শ’ টাকা।
আরও পড়ুন